Last Updated: May 14, 2013 10:31

রাজ্যে ৪০ থেকে ৫০ শতাংশ বুথই স্পর্শকাতর। জেলা শাসক ও পুলিস সুপারদের পাঠানো রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে কমিশনের হাতে। সোমবার ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে স্পর্শকাতর বুথ কতগুলি তা জানতে চায়। পাশপাশি কমিশনকে নির্দেশ দেয় তালিকা তৈরির। এরপরেই জরুরি ভিত্তিতে প্রত্যেক জেলার কাছে স্পর্শকাতর বুথের সংখ্যা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চাওয়া হয় কমিশনের তরফে। সন্ধের মধ্যেই অধিকাংশ জেলা তাদের রিপোর্ট পাঠিয়ে দেয় কমিশনের দফতরে। সেই রিপোর্ট অনুযায়ী ৪০ থেকে ৫০ শতাংশ বুথেই স্পর্শকাতর বলে জানা যায়। রাজ্যে এই মুহুর্তে বুথের সংখ্যা প্রায় আটান্ন হাজার। আজ এই সমস্ত তথ্যই আদালতে তুলে দেবে কমিশন।
First Published: Tuesday, May 14, 2013, 10:31