বাড়ছে বিদ্যুতের মাশুল

বাড়ছে বিদ্যুতের মাশুল

বাড়ছে বিদ্যুতের মাশুল  ফের দাম বাড়ল বিদ্যুতের। এ বার রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় ১১ পয়সা এবং সিইএসসি এলাকায় ইউনিট প্রতি ৮ পয়সা দাম বাড়ল। বর্ধিত দাম কার্যকর হবে আগামী বিল থেকেই।

দাম বৃদ্ধির পর এই মুহূর্তে ইউনিট প্রতি বিদ্যুতের দাম দাঁড়াচ্ছে ৫ টাকা ৯৩ পয়সা। এই নিয়ে গত ২০ মাসে মোট চারবার বাড়ল বিদ্যুতের দাম। কুড়ি মাসে ইউনিট প্রতি দাম বেড়েছে ১ টাকা ২২ পয়সা।

First Published: Wednesday, January 30, 2013, 15:03


comments powered by Disqus