Last Updated: March 6, 2012 21:51

সিইএসসি এলাকায় ফের দাম বাড়ছে বিদ্যুতের। নিয়ন্ত্রক সংস্থার কাছে দাম বাড়ানোর আবেদন করেছিল সিইএসসি। নিয়ন্ত্রক সংস্থা সেই আবেদন মেনে নিয়েছে। ফলে ১৩ থেকে ১৪ শতাংশ ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ছে সিইএসসি এলাকায়। আগে সিইএসসি এলাকায় বিদ্যুতের দাম ছিল ৫ টাকা ১৯ পয়সা। সেই দাম বেড়ে হবে ইউনিট প্রতি ৫ টাকা ৮৮ পয়সা। তবে সিইএসসি ৬ টাকা ৩০ পয়সা হারে দাম বাড়ানোর আবেদন জানিয়েছিল। কিন্তু সেই দাবি নিয়ন্ত্রক সংস্থা পুরোপুরি না মানায় কিছুটা অসন্তুষ্ট সিইএসসি। আগামী বিদ্যুতের বিল থেকেই গ্রাহকদের এই বর্ধিত দাম মেটাতে হবে। সিইএসসি-র গ্রাহক সংখ্যা ২১ লক্ষ।
First Published: Tuesday, March 6, 2012, 21:55