ফসল নষ্ট করছে হাতি, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

ফসল নষ্ট করছে হাতি, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

ফসল নষ্ট করছে হাতি, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভহাতির তাণ্ডবের জেরে ক্ষতিপূরণের দাবিতে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ধাধিকা বিট অফিসে ভাঙচুর চালাল একদল গ্রামবাসী। ভাঙচুর চালানো হয়েছে সংলগ্ন কোয়ার্টারেও। অভিযোগ, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পানীয় জলের পাইপও।

আজ সকাল ন`টা নাগাদ ধাধিকা বিট অফিসে জড়ো হন প্রায় ৭০/৮০ জন গ্রামবাসী। হাতির হানায় তাঁদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, হাতে হাতে সেই ক্ষতিপূরণ দাবি করেন তাঁরা। এরপরই শুরু হয় ভাঙচুর। অভিযোগ, ঘণ্টাখানেক ধরে ভাঙচুর চালিয়ে তিনজন বনকর্মীকে তুলে নিয়ে যায় গ্রামবাসীরা। উল্লেখ্য, গত দু`সপ্তাহ ধরেই পশ্চিম মেদিনীপুর-বাঁকুড়া সীমানায় ঘুরে বেড়াচ্ছে দলমা থেকে আসা একটি হাতির পাল। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, হাতির হানায় ক্ষতিগ্রস্থ ফসলের দাম দিতে গড়িমসি করছে প্রশাসন ও বন দফতর।

First Published: Monday, January 2, 2012, 17:47


comments powered by Disqus