Last Updated: September 30, 2011 14:04

ডুয়ার্সে একটি হস্তি শাবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে চা বাগানের একটি নালায় আনুমানিক দেড় মাসের হস্তি শাবকেরটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদফতরের বিন্নাগুড়ি রেঞ্জ অফিসে। বনকর্মীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাতে প্রায় তিরিশটি হাতির পাল ঢোকে চা বাগানে। বনদফতরসূত্রে জানা গেছে, হস্তি শাবকের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে বনদফতরের অনুমান নর্দমায় পড়েই মৃত্যু হয়েছে হস্তি শাবকটির।
First Published: Friday, September 30, 2011, 14:36