তিরবিদ্ধ হাতি উদ্ধার ডুয়ার্সে

তিরবিদ্ধ হাতি উদ্ধার ডুয়ার্সে

তিরবিদ্ধ হাতি উদ্ধার ডুয়ার্সে তিরবিদ্ধ হাতি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের গরুমারা জতীয় উদ্যান সংলগ্ন পানঝোরা জঙ্গল এলাকায়। আজ বিকেলে জঙ্গলে টহল দেওয়ার সময় হাতিটিকে লক্ষ্য করেন বনকর্মীরা। হাতিটির পায়ে তিরের ক্ষত রয়েছে। হাতিটির প্রাথমিক চিকিত্‍সা চালাচ্ছে বনদফতর। আপাতত হাতিটিকে পর্যবেক্ষণে রাখা হবে বলে বনদফতরের তরফে জানানো হয়েছে।  

First Published: Wednesday, June 19, 2013, 21:05


comments powered by Disqus