Last Updated: June 17, 2013 13:39

আদালতের নির্দেশ মতো বাহিনী নিয়ে রাজ্য সরকারকে চূড়ান্ত চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। মুখ্যসচিবের কাছে ওই চিঠি পৌঁছেছে।
প্রথম দফায় ১ লক্ষ ৪৯ হাজার পুলিসকর্মীর দাবি জানাচ্ছে কমিশন। বাহিনী না পাওয়া গেলে বা এ বিষয়ে রাজ্য সরকার কিছু জানাতে না পারলে, ফের কোর্টে যাবে কমিশন। পর্যাপ্ত বাহিনী পাওয়া না গেলে প্রথম দফা ভেঙে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানাতে পারে কমিশন। তবে দফা ভাঙলেও সে ক্ষেত্রে নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না বলেই জানিয়েছেন কমিশনার মীরা পাণ্ডে।
রাজ্যের আচরণে রুষ্ট কমিশন রবিবার সোজাসুজি রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে রবিবার বলেন, ভোট না হলে তার দায় থাকবে রাজ্য সরকারেরই। কমিশনারের দাবি, সেপ্টেম্বর মাস থেকে বাহিনী নিয়ে চিঠি দেওয়া হলেও, সরকারের তরফে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। বরং সরকার বরাবরই তাঁদের সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন মীরা পাণ্ডে। কমিশনের চিঠির জবাব মঙ্গলবারের মধ্যেই দিতে হবে সরকারকে। যদিও পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় রবিবার ফের দাবি করেন, ভোটের সবকটি দফার জন্যই পর্যাপ্ত বাহিনী আছে রাজ্যের কাছে।
First Published: Monday, June 17, 2013, 13:39