ভেঙে ফেলা হবে অবৈধ হোর্ডিং, Ellegal hoarding

ভেঙে ফেলা হবে অবৈধ হোর্ডিং

ভেঙে ফেলা হবে অবৈধ হোর্ডিংমেডিক্যাল কলেজের মধ্যে যে সমস্ত অবৈধ হোর্ডিং রয়েছে তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। গতকাল, রাতভর হোর্ডিং সরানোর কাজ করেন পুরসভার কর্মীরা। হাসপাতালকে দৃশ্যদূষণ মুক্ত করতেই এই সিদ্ধান্ত। আগামিদিনে, শহরের অন্যান্য মেডিক্যাল কলেজ থেকেও বেআইনি হোর্ডিং সরিয়ে দেওয়া হবে।

First Published: Tuesday, November 15, 2011, 11:56


comments powered by Disqus