ভারতীয় চপারকে নামাল পাকসেনা, Emergency landing of Indian Chopper

ভারতীয় চপারকে নামাল পাকসেনা

ভারতীয় চপারকে নামাল পাকসেনাভারতীয় সেনার একটি হেলিকপ্টারকে নামতে বাধ্য করল পাক নিরাপত্তারক্ষীরা। কপ্টারের চার সেনা অফিসারকে আটক করা হয়েছে। অভিযোগ, ভারতীয় সেনা কপ্টারটি
কার্গিল সেক্টরে পাক অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় ঢুকে পড়ে। স্কার্দুতে সেটিকে নামতে বাধ্য করা হয়। পরে ভারতে ফিরে আসে কপ্টারটি।

কীভাবে ভারতীয় কপ্টারটিকে নামানো হয় সেবিষয়ে কিছু জানায়নি পাক সেনা। তবে, কপ্টারের চারজনই নিরাপদে আছেন বলে পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস জানিয়েছেন। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, চিতা হেলিকপ্টারটি লে থেকে ভীমভাটের দিকে যাচ্ছিল।

First Published: Sunday, October 23, 2011, 23:49


comments powered by Disqus