Last Updated: April 30, 2012 11:34

তমলুকের নিমতৌড়িতে পথদুর্ঘটনায় গুরুতম জখম হলেন তিন ব্যক্তি। সোমবার ভোরে কলকাতা থেকে চন্ডীপুরগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা মারে। ঘটনায় ওই গাড়ির চালক সহ দুই যাত্রী আহত হন। তিনজনই চণ্ডীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত মধ্যে সুপ্রভাত পাত্র নামে একজন তৃণমূলের কংগ্রেসের যুব নেতা আছেন। আহতদের প্রথমে তমলুক জেলা হাসপাতাল পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
First Published: Monday, April 30, 2012, 11:34