মুখ্যমন্ত্রীর ভাইয়ের নাম ভাড়িয়ে গ্রেফতার

মুখ্যমন্ত্রীর ভাইয়ের নাম ভাড়িয়ে গ্রেফতার

Tag:  MIDNAPUR ARREST FRUAD
মুখ্যমন্ত্রীর ভাইয়ের নাম ভাড়িয়ে গ্রেফতার মুখ্যমন্ত্রীর ভাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। ধৃতের নাম অঞ্জন ভট্টাচার্য। অভিযোগ, শুক্রবার দুপুরে তিনি একটি লালবাতি লাগানো গাড়িতে চড়ে কাঁথির মহকুমা শাসকের অফিসে যান। মহকুমা শাসক সুমিত গুপ্তকে বলেন, তিনি মুখ্যমন্ত্রীর ভাই। থাকার ব্যবস্থা করে দিতে হবে। মুখ্যমন্ত্রীর ভাই পরিচয় পেয়ে মহকুমা শাসক কাঁথি দুই ব্লকের অতিথিশালায় অঞ্জন ভট্টাচার্যের থাকার ব্যবস্থা করেন। কিন্তু গোটা ঘটনায় তাঁর সন্দেহ হয়।

বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পুলিসকেও ঘটনাটি জানান। মহকুমা শাসক জানতে পারেন, ওই ব্যক্তি ভুয়ো পরিচয় দিয়েছেন। রাত ৯টা নাগাদ পুলিস অঞ্জন ভট্টাচার্যকে গ্রেফতার করে। তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

First Published: Saturday, April 21, 2012, 15:23


comments powered by Disqus