Last Updated: May 18, 2012 19:24

জনতা-পুলিস সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের তমলুক থানার চনশেরপুর। জনতা পুলিস খণ্ডযুদ্ধ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তিন দফায় জনতা পুলিস সংঘর্ষ হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠি চালায় পুলিস। অভিযোগ, এরপর পুলিস গুলিও চালায়। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। সংঘর্ষে আহত হয়েছেন চারজন পুলিস সহ মোট ৪৪ জন। ঘটনার সূত্রপাত এক ব্যক্তির ভিক্ষা করতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে।
নরঘাটের ঠেকুয়া গ্রামের বাসিন্দা হরিদাসপুর গ্রামে ভিক্ষা করতে গিয়েছিলেন। অভিযোগ, হরিদাসপুর গ্রামে চোর সন্দেহে তাঁকে পিটিয়ে মারা হয়। পুলিস দেহ নিয়ে যাওয়ার সময় চনশেরপুর গ্রামে ওই ভিখারির আত্মীয়েরা পথ আটকান। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিসের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এরপরই বেঁধে যায় সংঘর্ষ।
First Published: Friday, May 18, 2012, 19:24