Last Updated: April 9, 2012 14:54

পেট্রোল পাম্পে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেল ছয়জন দুষ্কৃতী। এরপর চলল বেধড়ক মারধর। ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুকের শাবলআড়া গ্রামে। রবিবার রাতে ওই দুষ্কৃতীরা ডাকাতি করতে যায় স্থানীয় একটি পেট্রোল পাম্পে। পাম্পের কর্মীদের মারধর করে তারা। পাম্পে ভাঙচুরও করা হয়।
এরপরই শব্দ শুনে পাম্প ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। ধরা পড়ে যাওয়ার ভয়ে দুষ্কৃতীরা আশ্রয় নেয় একটি ধানগোলায়। সেখানে গিয়ে দুষ্কৃতীদের বেধড়ক মারধর করেন বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিসে। পরে পুলিস গিয়ে ছয়জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। একটি গাড়িও আটক করেছে পুলিস।
First Published: Monday, April 9, 2012, 14:54