Last Updated: February 5, 2012 18:51

শেষ হল ৩৬তম কলকাতা বইমেলা। আগামী বছর ৩০ জানুয়ারি মেলা শুরু হবে, ২৯ জানুয়ারি উদ্বোধন। ৩৭ তম কলকাতা বইমেলায় থিম কান্ট্রির মর্যাদা পাচ্ছে বাংলাদেশ।
রবিবার শেষদিনে মেলার মাঠে আছড়ে পড়ে মানুষের স্রোত। জনারণ্যে পরিণত হয় মিলনমেলা প্রাঙ্গন। ঠিক যেন বিসর্জনের বিষণ্ণতা, দশমীর সন্ধের মন খারাপ। গত কয়েকদিন ধরে এত মানুষের সঙ্গে দেখা, মেলা বইয়ের মাঝে হারিয়ে যাওয়া - এবারের মতো শেষ। মন যে খারাপ, তা অস্বীকার করা যায় না। তবে, সেসবকে পাত্তা না দিয়েই বইমেলার শেষদিনে জনস্রোতে ভেসে গেল মিলনমেলা।
ছুটির দিনে মেলার মাঠে তিল ধারণের জায়গা ছিল না। বড়দের সঙ্গে হাজির ছিল কচিকাঁচারাও। মেলার মাঠে উপস্থিত বইপ্রেমীরা যেন বলে উঠলেন, এক বছর পর আবার দেখা হবে। সেই অপেক্ষা নিয়েই বিষণ্ণ মনে পায়ে পায়ে ঘরে ফেরা।
First Published: Sunday, February 5, 2012, 21:22