ক্রিকেটে লজ্জার বিশ্বরের্কড- ৩ রানে অলআউট, ইনিংসে শূন্যতে আউট দশজন

ক্রিকেটে লজ্জার বিশ্বরের্কড- ৩ রানে অলআউট, ইনিংসে শূন্যতে আউট দশজন

Tag:  cricketduck
ক্রিকেটে লজ্জার বিশ্বরের্কড- ৩ রানে অলআউট, ইনিংসে শূন্যতে আউট দশজনটেমস নদীর তীরে ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড হল। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ঘটল এক অভাবনীয় ঘটনা। চেসারে লিগের তৃতীয় ডিভিশনের এক ম্যাচে মাত্র ৩ রানে অলআউট হয়ে গেল উইরাল ক্লাব (Wirral, from north-west England)। মোট ৩ রানের ইনিংসে আবার দুটো রান এল অতিরিক্ত হিসাবে। দশ জন ব্যাটসম্যান শূন্যরানে আউট হলেন। একমাত্র রান পেলেন এগারো নম্বরে নামা ব্যাটসম্যান। করলেন ১ রান।

একটা সময় উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ক্লাব উইরালের স্কোর ছিল ০ রানে ৮ উইকেট। দশ ওভারে একটা অতিরিক্ত হওয়ার পর অবশেষে ইনিংসে রানের খাতা খোলে। হ্যাসিলংটন বনাম উইরাল ক্লাবের এই ম্যাচ ঢুকে গেল ইতিহাসে। হ্যাসিলংটন এই ইতিহাস গড়ার ম্যাচে জিতল ১০৫ রানে।

১০৮ রানে অলআউট হয়ে গিয়েছিল হ্যাসিলংটন। তারপর মাত্র ৩ রানেই ইনিংস শেষ হয়ে যায় উইরাল-এর। উইরাল ক্লাবের হয়ে একসময় খেলতেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, ও ডেভিড লয়েড।

এ খবর ছডিয়ে পড়ার পর অনেকই বলছেন, এ যেন এগারো জন গৌতম গম্ভীরকে নিয়ে খেলতে নামা। কেকেআর-এর হয়ে গম্ভীর ৩টে শূন্য করার পর চতুর্থ ইনিংসে করেন ১ রান। উইরাল দলেরও যেন ঠিক সেই ১১ জন গৌতম গম্ভীর ছিল।

First Published: Sunday, April 27, 2014, 22:49


comments powered by Disqus