Last Updated: October 19, 2011 17:05

ভারতে এসেও স্লেজিং চালিয়ে যাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ভারতীয়দের বিরুদ্ধে জেতার জন্য এটাই তাঁদের অন্যতম স্ট্র্যাটেজি। একথা স্বীকার করেছেন ইংল্যান্ডের স্পিনার সমিত প্যাটেল। সমিত জানিয়েছেন যে ইংল্যান্ড সফরে ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেটারদের অস্বস্তিতে ফেলার জন্য তাঁরা গালাগালি করতেন। এমনকি কিন্ত ধোনিদের গালাগালি দিয়ে এবার একটিও ম্যাচ এখন পর্যন্ত জিততে পারেনি ইংল্যান্ড ক্রিকেট দল। তাতেও তাঁদের শিক্ষা হয়নি। প্যাটেল জানিয়েছেন গোটা সিরিজ ধরে স্লেজিং চালিয়ে যাবেন তাঁরা।
First Published: Wednesday, October 19, 2011, 17:05