Last Updated: October 9, 2011 16:48

নিজের দেশে ধোনিদের হারানোর পর ইংল্যান্ডের ক্রিকেটারদের এখন বাজার গরম। পারফরম্যান্সের ভিত্তিতে ইংল্যান্ডের অন্তত পাঁচজন ক্রিকেটারের সামনে আইপিলে প্রচুর টাকা রোজগার করার পথ খুলে গেছে ।জানিয়েছেন আইপিএল প্রধান রাজীব শুক্লা। এই পাঁচজন ক্রিকেটার হলেন কেভিন পিটারসন, ইওন মর্গ্যান, গ্রেম সোয়ান, জেমস অ্যান্ডরসন এবং স্টুয়ার্ট ব্রড। ডিসেম্বর মাসে আইপিএলের নীলামে এই পাঁচজন ক্রিকেটারকে নিজের দলে অন্তর্ভুক্ত করতে ফ্র্যাঞ্চাইসিরা ঝাঁপিয়ে পড়বে বলে মনে করেন রাজীব শুক্লা।
First Published: Sunday, October 9, 2011, 16:48