বক্সার জঙ্গলেও হাতির পিঠে সওয়ারির মজা

বক্সার জঙ্গলেও হাতির পিঠে সওয়ারির মজা

Tag:  Buxar Elephant ride
বক্সার জঙ্গলেও হাতির পিঠে সওয়ারির মজাগরুমারা, জলদাপাড়ার মতো এবার বক্সার জঙ্গলেও হাতির পিঠে সওয়ারির মজা নিতে পারবেন পর্যটকেরা। সেইমতো পোষ্যহাতিকে প্রশিক্ষণ দেওয়ার কাজও চলছে জোর কদমে। বন্যপ্রাণীদের অসুবিধার কথা ভেবে এতোদিন পর্যটকদের জঙ্গলে যথেচ্ছভাবে গাড়ি নিয়ে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। তারফলে বন্যপ্রাণীদের স্বচক্ষে দেখে রোমাঞ্চিত হওয়াতেও ছিল প্রবল বাধা। কিন্তু এবার পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে হাতির পিঠে পর্যটকদের জঙ্গলভ্রমণের জন্য হাতি রাইডিং-এর উদ্যোগ নিচ্ছে বক্সা কর্তৃপক্ষ। তাঁদের এই উদ্যোগ যে আরও বেশি পর্যটক আকর্ষণে সাহায্য করবে সে ব্যাপারেও যথেষ্টই আশাবাদী বক্সা কর্তৃপক্ষ।

First Published: Sunday, November 20, 2011, 19:33


comments powered by Disqus