২৪ ঘণ্টার খবরের জের, আরজিকর হাসপাতালে মদের আসর নিয়ে তদন্ত কমিটি গঠন

২৪ ঘণ্টার খবরের জের, আরজিকর হাসপাতালে মদের আসর নিয়ে তদন্ত কমিটি গঠন

২৪ ঘণ্টার খবরের জের, আরজিকর হাসপাতালে মদের আসর নিয়ে তদন্ত  কমিটি গঠন২৪ ঘণ্টার খবরের জের। আরজিকর হাসপাতালে মদের আসর নিয়ে তদন্ত কমিটি গড়ল কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদ করা হল পাঁচ অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে।   ঘটনার তদন্ত শুরু করেছে পুলিসও। 

গতকালই হাসপাতালের জরুরি বিভাগে স্বাস্থ্যকর্মীদের মদের আসরের ছবি উঠে আসে ২৪ ঘণ্টার গোপন ক্যামেরায়। মদ্যপানের আসরে আয়োজন ছিল দেদার ভুড়িভোজের। অভিযোগ, পুলিস ফাঁড়ি লাগোয়া জরুরি বিভাগের বিশ্রামকক্ষে  প্রায় নিয়মিতই এই আসর বসে।  রোগীরা ট্রলি পাননা। অথচ রোগীদের সেই ট্রলিতে চলে মোচ্ছব। 

২৪ ঘণ্টায় এই ছবি দেখানোর পরই নড়েচড়ে বসে প্রশাসন।  পাঁচ অভিযুক্ত স্বাস্থ্যকর্মী অমিতাভ রায়, রাজু মণ্ডল, অনিল মণ্ডল, দিলীপ কামতি,ও শিবপ্রসাদ চৌহ্বানকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।

First Published: Monday, October 28, 2013, 19:36


comments powered by Disqus