Last Updated: June 4, 2013 18:56

৫জুন, বিশ্ব পরিবেশ দিবস। আপনার চারপাশ আর আপনি। আমাদের পরিবেশের প্রতি কতটা যত্নশীল আমরা? আমরা কী পারি না পরিবেশকে আমাদের বন্ধু করে নিতে। না আর নয়, এই বছর আর বড় বড় কথা নয়। শুধু এই দিনটার জন্য ঘটা করে `বৃক্ষরোপন` অনুষ্ঠান নয়। আসুন সঙ্কল্প করি। সঙ্কল্প সুন্দর পৃথিবীর জন্য।
আপনি কীভাবে পরিবেশের খেয়াল রাখেন। আপনার চারপাশটাকে কীভাবে দেখতে চান আপনি। লেখা পাঠান আমাদের। লেখা পাঠান ২৪ ঘণ্টা. কমকে। বাছাই করা লেখা প্রকাশ করব আমাদের সাইটে। পরিবেশ দিবসে দিনভর চোখ রাখুন ২৪ ঘণ্টা.কমের পাতায়।
১. পরিবেশ সংক্রান্ত লেখা হতে হবে। নিজের অভিজ্ঞতার কথা লিখতে পারেন।
২. লেখা হতে হবে ২০০ শব্দের মধ্যে।
৩. অবশ্যই বাংলায় লিখতে হবে।
লেখা পাঠান মেল করে: web24@24ghanta.com
First Published: Tuesday, June 4, 2013, 18:56