Last Updated: February 14, 2012 12:39

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থতার জেরে বিসিসিআই ছেঁটে ফেলল দঃআফ্রিকার বোলিং কোচ এরিক সিমন্সকে। সিমন্সের জায়গায় আনা হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়ার বোলিং কোচ জো ডাওয়েসকে। কুইন্সল্যান্ডের প্রাক্তন এই পেসার দলের দায়িত্ব নেবেন চলতি ত্রিদেশীয় সিরিজের পর। সোমবার বিসিসিআই-এর ওয়ার্কিং কমিটির বৈঠকে সিমন্সকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
First Published: Tuesday, February 14, 2012, 12:39