ইতিহাস গড়ে এএফসি কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ইতিহাস গড়ে এএফসি কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ইতিহাস গড়ে এএফসি কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল (১) সেমান পাদাং (১)


এএফসি কাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। ইন্দোনেশিয়ায় কোয়ার্টার ফাইনালে অ্যাওয়ে ম্যাচে সেমান পেডাংয়ের বিরুদ্ধে ১-১ গোল ড্র করে বাংলার প্রথম দল হিসাবে এএফসি কাপে শেষ চারে উঠল ইস্টবেঙ্গল।

হোম ও অ্যাওয়ে মিলিয়ে ইস্টবেঙ্গল জিতল ২-১ গোলে।

যুবভারতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচে সেমান পেদাংয়ের বিরুদ্ধে সুয়েকার দেওয়া গোলে ১-০ ব্যবধানে জিতেছিল মার্কোস ফালোপার দল। এর আগে ডেম্পো প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি কাপের সেমিফাইনালে উঠেছিল। এই ইন্দোনেশিয়াতেই ইতিহাস গড়ে আশিয়ান কাপ জিতেছিল ইস্টবেঙ্গল।

ম্যাচের ২৩ মিনিটে গোলকিপার গুরপ্রীতের ভুলের মাশুল গুনে পিছিয়ে যায় ইস্টবেঙ্গল। সময় যত যাচ্ছিল চাপ বাড়ছিল সুয়েকা, চিডিদের ওপর। কারণ ০-১ ম্যাচ হারা মানে সেমিফাইনালের পথ অনিশ্চিত হয়ে যাওয়া। শেষ অবধি ৭৮ মিনিটে জেমস মোগার গোলে সমতায় ফিরে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল।
জয়ের পর ইস্টবেঙ্গল ফুটবলারা উচ্ছ্বাসে মাতলেন। কলকাতাতেও শুরু হয়ে গেল লাল হলুদ উত্‍সব।

ইস্টবেঙ্গলের হয়ে খেললেন--গুরপ্রীত, নওবা, ওপারা, অর্ণব, সৌমিক, মেহতাব, রবার্ট, ডিকা, চিডি, জোয়াকিম, সুয়েকা








First Published: Tuesday, September 24, 2013, 15:44


comments powered by Disqus