Last Updated: April 16, 2014 08:42

ফের সঙ্কটে ইউক্রেন। রুশ পন্থীদের দমন অভিযান শুরু করল ইউক্রেনের সরকার। গতকাল ইউক্রেনের অন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট ওলেকজান্ডার তুর্কিনভ পার্লামেন্টে অভিযানের কথা ঘোষণা করেছেন। পূর্ব ইউক্রেনের ডোনেত্সে রুশপন্থীদের সঙ্গে সরকারি বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। প্রেসিডেন্ট তুর্কিনভ জানিয়েছেন অভিযান হবে ধাপে ধাপে।
এর মধ্যেই কিয়েভ থেকে আরও সৈন্য ডোনেত্সে রওনা হয়েছে। অন্য দিকে ইউক্রেন সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যদিও কিয়েভের দাবি জঙ্গিদের নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রুশপন্থী বিক্ষোভকারীরা পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় সরকারি ভবনগুলি দখল করে রেখেছে বলে খবর। প্রেসিডেন্ট তুর্কিনভের দাবি ইতিমধ্যেই ক্রামাতোরস্কের বিমানঘাঁটিটি বিক্ষোভকারীদের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন সেনা। অন্যদিকে সীমান্তে সেনা বাড়াতে শুরু করেছে রাশিয়াও। বিতর্কের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র রাশিয়া নতুন ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা করেছে বলে জানিয়েছে পেন্টাগন।
First Published: Wednesday, April 16, 2014, 08:42