Last Updated: October 21, 2011 21:05

আগামী সপ্তাহেই রিলিজ করতে চলেছে এষা দেওলের `কামব্যাক` ফিল্ম `টেল মি ও খুদা`। যদিও এই মুহূর্তে টিনসেল টাউন মাতিয়ে রেখেছে এর থেকেও মশলাদার আরেকটি খবর। এই ফিল্মের মুক্তির পর পরই বাগদত্তা হতে চলেছেন এষা দেওল। উভয়পক্ষের ঘনিষ্ঠ বন্ধু সূত্রে পাওয়া খবর, বাল্য বন্ধু এবং বান্দ্রার ব্যবসায়ী ভরত তাখতানির হঙ্গে খুব জলদিই এনগেজ্ড হতে চলেছেন হেমা তনয়া। তিনি আরো জানান যে `টেল মি ও খুদা` রিলিজের পরেই এই খবর প্রকাশ করবে এষা ও ভরত। এষা অবশ্য বাগদানের খবর একেবারেই উড়িয়ে দিয়েছেন। যদিও এর আগে বহুবার ভারত এবং এষাকে মুম্বইয়ের নাইটক্লাবে দেখা গেছে। এষা চিরকালই মা-এর পছন্দের `মিস্টার পারফেক্ট` এর অপেক্ষায় ছিলেন। এবারে হয়ত সেই স্বপ্নের রাজপুত্রের দেখা মিলল তাঁর। আগাম শুভেচ্ছাবার্তা পাঠিয়ে রাখলাম আমরাও।
First Published: Sunday, October 23, 2011, 16:10