ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেতে চলেছেন এসেল গ্রুপের প্রধান সুভাষ চন্দ্র

ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট পেলেন এসেল গ্রুপের প্রধান সুভাষ চন্দ্র

ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট পেলেন এসেল গ্রুপের প্রধান সুভাষ চন্দ্রএসেল গ্রুপের প্রধান সুভাষ চন্দ্রকে সাম্মানিক ডক্টরেট দিল ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় (ইউইএল)। ইউইএল-এর রয়্যাল ডক বিজনেস স্কুলে সুভাষ চন্দ্রকে সম্মানিত করেন ইউইএল-এর চ্যান্সেলর লর্ড গুলাম নুন।

আজ সুভাষ চন্দ্র `জি` গ্রুপের নতুন কর্পোরেট দর্শন `পৃথিবী আমার পরিবার` নিয়েও তাঁর আদর্শ ভাগ করে নেন সবার সঙ্গে।

সুভাষ চন্দ্রের সঙ্গেই সাম্মানিক ডক্টরেটে ভূষিত করা হল ডঃ ইজ্জুদ্দিন ও লর্ড রিক্সকে।

এই অনুষ্ঠানের সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে নিচের লিঙ্কে। http://www.youtube.com/videouel

First Published: Tuesday, November 19, 2013, 21:40


comments powered by Disqus