Last Updated: November 19, 2013 15:35

এসেল গ্রুপের প্রধান সুভাষ চন্দ্রকে সাম্মানিক ডক্টরেট দিল ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় (ইউইএল)। ইউইএল-এর রয়্যাল ডক বিজনেস স্কুলে সুভাষ চন্দ্রকে সম্মানিত করেন ইউইএল-এর চ্যান্সেলর লর্ড গুলাম নুন।
আজ সুভাষ চন্দ্র `জি` গ্রুপের নতুন কর্পোরেট দর্শন `পৃথিবী আমার পরিবার` নিয়েও তাঁর আদর্শ ভাগ করে নেন সবার সঙ্গে।
সুভাষ চন্দ্রের সঙ্গেই সাম্মানিক ডক্টরেটে ভূষিত করা হল ডঃ ইজ্জুদ্দিন ও লর্ড রিক্সকে।
এই অনুষ্ঠানের সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে নিচের লিঙ্কে। http://www.youtube.com/videouel
First Published: Tuesday, November 19, 2013, 21:40