Last Updated: February 17, 2014 14:11

সোমবার সকালে ইথিওপিয়ার একটি যাত্রীবাহী বিমানকে হাইজ্যাক করা হল। সুইৎজারল্যান্ডের জেনিভা বিমানবন্দরে বিমানটিকে নামতে বাধ্য করা হয়েছে।
ইথিওপিয়া এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে বিমানটির সমস্ত যাত্রী ও কর্মচারীরা সুরক্ষিত আছেন।
বোয়িং ৭০৭-৩০০ বিমানটি অ্যাদ্দিস আব্বা থেকে রোমের উদ্দেশ্যে যাওয়ার সময় হাইজ্যাক করা হয়। বিমানটি সুদানের উপর দিয়ে যাওয়ার সময় বিমানের কর্মচারীরা সিগন্যাল দিয়ে জানান যে বিমানটিকে হাইজ্যাক করা হয়েছে। এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
First Published: Monday, February 17, 2014, 14:13