Last Updated: June 8, 2012 22:49

দক্ষিণ আফ্রিকায় ২০১০ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে অন্যমাত্রা দিয়েছিল শাকিরার `ওয়াকা ওয়াকা`। কলম্বিয়ার এই গায়িকার গান এক লহমায় দুলিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। `ওয়াকা ওয়াকা`র মত আর এক সুর এবার ফুটবল অনুরাগীদের মন ছুঁতে চলেছে। ইউরো সং ২০১২।
এবারের ইউরো থিম সংয়ের বিশেষত্ব হল এটি পোল্যান্ডের ঐতিহ্য মাখা একটি মেঠো সুর। ইতিমধ্যেই কোকো ইউরো স্পোকো গানটি মন কেড়েছে স্থানীয় মানুষের। অলস দুপুরই হোক বা ব্যস্ত দুপুর, কাজের ফাঁকে গুনগুনিয়ে উঠছেন এই গানের সুর। গানটি গেয়েছেন আট মহিলা লোকশিল্পী। গ্রুপের নাম জারজেবেনি। অখ্যাত জারজেবেনি রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে এই গানের কল্যানে। আবেগে আপ্লুত জারজেবেনি গ্রুপের এই মহিলারা।
তবে আক্ষেপও রয়েছে। কারন তাঁরা ইউরোর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাননি। ওয়ারশতে বারো মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে জারজেবেনির সুর না থাকলেও কোকো ইউরো স্পোকো ওয়াকা ওয়াকার মতই জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন তাঁরা।
First Published: Friday, June 8, 2012, 22:49