Last Updated: October 27, 2013 10:53

২১ বছর পর ঘুম ভাঙল ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি `মাউন্ট ইটনা`র-এর। শনিবার ভোররাত থেকেই সিসিলি দ্বীপের পূর্ব উপকূলীয় এলাকায় অবস্থিত এই আগ্নেয়গিরির থেকে অগ্নুত্পাত ঘটতে থাকে। মাউন্ট এটনারের `গর্ভ` থেকে লাভা, ধোঁয়া বের হতে দেখা যায়। অগ্নুত্পাতের ধোঁয়ার চোটে বন্ধ করে দিতে হয় স্থানীয় ক্যাটানিয়া বিমানবন্দর।
তবে অগ্নুত্পাতের মাত্রা মারাত্মক নয়। ঘুমন্ত দৈত্য মাউন্ট এটনারের ছবি তুলতে হুড়হুড়ি পড়ে যায়। পুরো অঞ্চল ধোঁয়ায় ঢেকে যায়। তবে উদগীরণের ফলে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া না গেলেও, স্থানীয়দের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। মাউন্ট ইটনা আগ্নেয়গিরি ইউরোপের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ১৯৯২ সালে শেষবার বড়ধরনের লাভা উদগীরণের ঘটনা ঘটে। অবশ্য মাঝেমধ্যেই অল্পস্বল্প জেগে ওঠে মাউন্ট ইটনা। চলতি বছর মার্চেও অগ্নুত্পাত হয় মাউন্ট ইটনা থেকে। তবে বড় ধরনের অগ্নুত্পাত ২১ বছর পর এই প্রথম।
সিসিলি দ্বীপের পূর্ব উপকূলীয় এলাকায় অবস্থিত এই সক্রিয় আগ্নেয়গিরিটি। `মাউন্ট ইটনা`- আফ্রিকা প্লেট ও ইউরোশিয়া প্লেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটি ইউরোপের সর্ব্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি, যা ৩,৩২৯ মি (১০,৯২২ ফু) উচুঁ। ইটালিতে অনেকেই একে ইউরোপের দৈত্য নামে ডাকে।
First Published: Sunday, October 27, 2013, 10:53