মধ্যমগ্রামে ইভটিজিংয়ের শিকার তিনি কিশোরী

মধ্যমগ্রামে ইভটিজিংয়ের শিকার তিনি কিশোরী

মধ্যমগ্রামে ইভটিজিংয়ের শিকার তিনি কিশোরী বারাসতের পর এবার মধ্যগ্রামেও ইভটিজিংয়ের ঘটনা। কয়েকজন মদ্যপ যুবকের অশালীন আচরণ ও কটূক্তির শিকার এক মহিলাসহ তিন কিশোরী। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন মহিলার স্বামী ও এক কিশোরীর মা।

সোমবার রাত এগারোটা নাগাদ এ ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম স্টেশনের সামনে। সোমবার রাতে সুভাষ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভ্যানে অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরছিলেন দুই কিশোরী, এক তরুণী এবং তাদের মায়েরা। দুই কিশোরীর বাবা পিছনে সাইকেলে ছিলেন। মধ্যমগ্রাম স্টেশনের কাছে একটি মিষ্টির দোকানের সামনে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে ছিল তিন যুবক।  ওই যুবকেরা তরুণীদের উদ্দেশ্যে কটূক্তি ও অশালীন ইঙ্গিত করে। প্রতিবাদ করায় মারধর করা হয় মহিলার স্বামী ও তাঁর স্ত্রীকে। পরে মধ্যমগ্রাম তদন্ত কেন্দ্র ও বারাসত থানায় অভিযোগ জানান তাঁরা। এ ঘটনায় প্রণব পাল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। 




First Published: Wednesday, February 6, 2013, 09:47


comments powered by Disqus