৮০ বছরে এভারেস্ট জয়

৮০ বছরে এভারেস্ট জয়

৮০ বছরে এভারেস্ট জয় বয়স যখন ৮০, তখন মানুষের কাজ কী? অনেকেই হয়ত বলবেন, ঘরে বসে বিশ্রাম। খুব বেশি হলে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কোনও তীর্থস্থানে ঘুরে আসা। তবে উইচিরো মিউরার কথাই আলাদা। ৮০ বছরেও তিনি তৃতীয়বার জয় করলেন এভারেস্ট।   
 
চার বার হার্ট-অপারেশন। বয়স ৮০। কিন্তু কোনওকিছুই দমাতে পারেনি উইচিরো মিউরাকে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় ওঠার টার্গেট নিয়েছিলেন। যেমন ভাবা, তেমনি কাজ। সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে এভারেস্ট জয়ের রেকর্ড গড়ে ফেলেছেন জাপানের  উইচিরো মিউরা।
 
এর আগে ২০০৩-এ প্রথমবার এভারেস্টের চূড়ায় উঠেছিলেন মিউরা। পাঁচ বছর পর আবারও পৌঁছে যান ওই চূড়ান্ত। আর এবার ৫ বছরের ব্যবধানে ফের সেই একই সাফল্যের পুনরাবৃত্তি। সঙ্গী ছেলে, আরও তিন জাপানী পর্বতারোহী এবং ছয় নেপালী শেরপা।
 

First Published: Monday, May 27, 2013, 11:50


comments powered by Disqus