Last Updated: October 3, 2012 20:17

বিক্ষোভের জেরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগে অধ্যাপক নিয়োগের পরীক্ষা নেওয়াই সম্ভব হল না। বুধবার জুওলজি বিভাগে একজন অধ্যাপক ও সহ অধ্যাপক নিয়োগের পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী নির্দিষ্ট সময় মেনেই পরীক্ষক পৌঁছে যান। কিন্তু তাঁদের কাউকে কলেজে ঢুকতেই দেয়নি সারা বাংলা শিক্ষাকর্মী কর্মচারী সংসদের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দ্যোপাধ্যায় হাতজোড় করে অনুরোধ করলেও পরিস্থিতির হেরফের হয়নি। কর্মচারী সংসদের সদস্যদের দাবি দীর্ঘ আড়াই বছর কোনও কর্মচারী নিয়োগ করা হয়নি। তাঁদের দাবিমাফিক নিয়োগ না হলে নতুন করে কোনও অধ্যাপক নিয়োগ করা যাবে না বলেও কর্মচারী সদস্যরা দাবি জানান।
First Published: Wednesday, October 3, 2012, 20:17