ধনতলাশকে কটাক্ষ কালামের, সোনা খোঁজের কথা অস্বীকার এএসআইয়ের

`ধনতলাশ`কে কটাক্ষ কালামের, সোনা খোঁজের কথা অস্বীকার এএসআইয়ের

`ধনতলাশ`কে কটাক্ষ কালামের, সোনা খোঁজের কথা অস্বীকার এএসআইয়েরসাধুর স্বপ্নের ভিত্তিতে খনন শুরু করায়, এএসআইকে কটাক্ষ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। তাঁর বক্তব্য, বিজ্ঞানে অনুমানের কোনও জায়গা নেই। সেখানে যুক্তিটাই আসল। দৌণ্ডিয়াখেরা গ্রামে এক সাধুর স্বপ্নকথা সামনে আসার পরই গুপ্তধনের সন্ধানে খোঁড়াখুঁড়ি শুরু করেছে পুরাতত্ত্ব বিভাগ। পুরাতত্ত্ব বিভাগের এই খনন নিয়ে শুরু থেকেই বিতর্ক দানা বেঁধেছে।

শোভন সরকার নামে যে সাধু কেল্লার নীচে গুপ্তধন রয়েছে বলে দাবি করছেন, তাঁর শিষ্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চরণদাস মহান্ত। তাঁর হস্তক্ষেপেই বিষয়টি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে পুরাতত্ত্ব বিভাগ পর্যন্ত গড়ায়। তারপরই সরকারি খরচে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে সরব হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। তাঁর বক্তব্য, বিজ্ঞানে অনুমানের কোনও জায়গা নেই। সেখানে যুক্তিটাই আসল। এই খননের পিছনে অবশ্যই যুক্তিগ্রাহ্য কারণ থাকা উচিত। 

এদিকে, খনন কার্য কাজের পিছনে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) কিন্তু সাধুর স্বপ্নের কথা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছে৷ এএসআইয়ের বক্তব্য, মাটির তলায় ধাতব পদার্থ থাকার সম্ভাবনা রয়েছে বলে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তারই ভিত্তিতে শুরু হয়েছে খনন কাজ৷

First Published: Saturday, October 19, 2013, 19:01


comments powered by Disqus