Last Updated: May 27, 2014 14:12

গত ১৮ মে বাকি ৩ জন সঙ্গীর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা জয় করেন ছন্দা গায়েন।

কাঞ্চনজঙ্ঘা জয়ের পর অন্য এক শৃঙ্গ জয় করতে যান ছন্দা।

এরপরই নিখোঁজ হয়ে যান তিনি।

এখনও খোঁজ পাওয়া যায়নি ছন্দার। চলছে তল্লাসি অভিযান।
First Published: Tuesday, May 27, 2014, 14:26