Last Updated: May 12, 2014 21:37

রেকর্ড সংখ্যক ভোটদানে শেষ হল লোকসভা নির্বাচন. দেখে নেব কী বলছে বুথ ফেরত সমীক্ষা-
Aaj Tak EXIT POLL-
সারা দেশে-
এনডিএ পেতে পারে ২৭২ থেকে ২৮৩টি আসন
ইউপিএ পেতে পারে ১১০ থেকে ১২০টি আসন
দিল্লি-
বিজেপি পেতে পারে ৬টি আসন
উত্তর প্রদেশ-
বিজেপি পেতে পারে ৪৬টি আসন
কংগ্রেস পেতে পারে ৮টি আসন
সমাজবাদী পার্টি পেতে পারে ১২টি আসন
বহুজন সমাজ পার্টি পেতে পারে ১৩টি আসন
কংগ্রেস মুখপাত্র শকিল আহমেদ এ দিন জানিয়ে দেন কোনও বুথ ফেরত সমীক্ষায় অংশগ্রহণ করবে না দল. সোমবার সারা দেশের ৪১টি কেন্দ্রে ভোটগ্রহণ ছিল. ৫৪৩টি লোকসভা আসনের ফলাফল জানা যাবে আগামী ১৬ মে. লোকসভা নির্বাচনে লড়েছেন মোট ৯,৬৬৭ জন প্রার্থী.
First Published: Monday, May 12, 2014, 21:37