Last Updated: November 2, 2011 17:59

ইসলামি জঙ্গিদের ছোঁড়া বোমা বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল ফ্রান্সের একটি পত্রিকার দফতর। পত্রিকাটির নাম চার্লি হেডবো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দফতরের জানলা দিয়ে ভেতরে পেট্রোল বোমা ছোঁড়া হয়। তার জেরেই অফিসের কম্পিউটার সিস্টেমে আগুন লেগে যায়। গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে যন্ত্রপাতি, সবই পুড়ে ছাই হয়ে গেছে। চার্লি হেডবোয় প্রকাশিত একটি প্রতিবেদন ও ব্যাঙ্গচিত্রে ইসলামের অবমাননা করা হয়েছিল বলে অভিযোগ ছিল। হামলার ঠিক আগের দিনই ওই বিতর্কিত সংস্করণ প্রকাশিত হয়। এর পরই চার্লি হেডবোর ওয়েবসাইট হ্যাক করে এক বার্তায় পত্রিকাটিকে হুঁশিয়ারী দেয় একটি ইসলামি কট্টরপন্থী গোষ্ঠী।
First Published: Wednesday, November 2, 2011, 17:59