Last Updated: July 20, 2013 17:47

শনিবার চিনের বেজিং আন্তর্জাতিক বিমানবন্দর বিস্ফোরণে কেঁপে উঠল। সূত্রে খবর যে ব্যাক্তি বিমানবন্দরে বোম রেখেছিল বিস্ফোরণে সে নিজেই আহত হয়েছে।
প্রাথমিক খবর অনুযায়ী বাড়িতে তৈরি বিস্ফোরক এই বোম তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছিল।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
চিনের সেন্ট্রল টেলিভিশনের মাইক্রোব্লগে জানানো হয়েছে আতসবাজি তৈরি করার কালো গানপাউডার অভিযুক্ত ব্যক্তি বেজিং বিমানবন্দরের প্রস্থানপথের সামনে রেখেছিল।
First Published: Saturday, July 20, 2013, 17:47