Last Updated: October 16, 2011 15:30

মধ্যপ্রদেশের রেওয়ায় উদ্ধার হল বারো বস্তা বিস্ফোরক। গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে গঙ্গোত্রী কলোনির একটি বাড়িতে হানা দেয় পুলিস। সেখানেই বারোটি বস্তা উদ্ধার করা হয়। বিস্ফোরকের সঙ্গে রাখা ছিল তিন বস্তা ডিটোনেটর এবং অ্যামোনিয়াম নাইট্রেটও। ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন রাজেশ প্যাটেল নামে এক ব্যক্তি। রাজেশ প্যাটেলের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কয়েকদিন আগেই হরিয়ানার আন্বালা স্টেশনের সামনে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শহরে ওই বিস্ফোরক পৌঁছে দেওয়ার পরকল্পনা ছিল। একই সঙ্গে আম্বালায় উদ্ধার হওয়া বিস্ফোরক পাকিস্তান থেকে পাঠানো হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিস। আর তারই মধ্যে আজ মধ্যপ্রদেশের রেওয়ায় উদ্ধার হল বারো বস্তা বিস্ফোরক।
First Published: Sunday, October 16, 2011, 15:30