শিয়ালদহ স্টেশনে ৮ কেজি বিস্ফোরক উদ্ধার

শিয়ালদহ স্টেশনে ৮ কেজি বিস্ফোরক উদ্ধার

শিয়ালদহ স্টেশনে ৮ কেজি বিস্ফোরক উদ্ধারশিয়ালদহ স্টেশনে লালাগোলা প্যাসেঞ্জার থেকে  উদ্ধার হল প্রায় আট কেজি বিস্ফোরক। উদ্ধার হওয়া বিস্ফোরক আরডিএক্স, সন্দেহ পুলিসের।  সোমবার ভোরে ওই বিস্ফোরক ডাউন লালগোলা প্যাসেঞ্জারে নিয়ে আসা হয়। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি ওই বিস্ফোরক উদ্ধার করে। এই ঘটনায়  জালাল আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরকগুলি পরীক্ষা করে দেখছেন সিআইডির বোমা বিশেষজ্ঞরা। 

পুলিস সূত্রে অনুমান, ধৃত ব্যাক্তি লালগোলা থেকেই ত্রেনে চাপেন। তাঁকে জেরা করে জানা গিয়েছে, বাঘাযতিনে অন্য কোনও ব্যক্তির হাতে ওই বিস্ফোরক তুলে দেওয়ার কথা ছিল তাঁর।







First Published: Monday, January 28, 2013, 16:45


comments powered by Disqus