Last Updated: December 6, 2011 21:12

আইনের গেরোয় আটকে গেল চক্ষুদান। রাতভর পরিবারের লোকজন ছোটাছুটি করলেন হাসপাতাল চত্বরে। পুলিস চাইলো চিকিত্সকের অনুমতি। উল্টো দিকে চিকিত্সক চাইলেন পুলিসের অনুমতি। এই জটে আটকেই শেষপর্যন্ত সম্ভব হল না মৃতের শরীর থেকে কর্নিয়া সংগ্রহের কাজ। এমনই এক ঘটনার সাক্ষী রইল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
First Published: Tuesday, December 6, 2011, 21:17