চেলসিতে কাপেলো?

চেলসিতে কাপেলো?

চেলসিতে কাপেলো?চেলসিতে ম্যানেজার হিসাবে যোগ দিতে পারেন ফ্যাবিও কাপেলো। এমনটাই দাবি ইংল্যান্ডের ট্যাবলয়েড `দি সান`-এর। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগ তালিকায় চার নম্বরে রয়েছে চেলসি। সানের বক্তব্য, খারাপ পারফরম্যান্সের জন্য বর্তমান ম্যানেজার আন্দ্রে ভিলাসবোয়াসকে বাদ দিতে পারে চেলসি ম্যানেজমেন্ট। যদি বোয়াসকে বাদ দিয়ে কাপেলোকে ম্যানেজার করা হয় তাহলে কাপেলো ক্লাবের অষ্টম ম্যানেজার হবেন। অন্যদিকে আপাতত কিছুদিনের জন্য ইংল্যান্ডের ম্যানেজার পদ গ্রহন করতে রাজি টটেমহ্যাম হটস্পারের ম্যানেজার হ্যারি রেডন্যাপ।

First Published: Friday, February 10, 2012, 23:34


comments powered by Disqus