জালনোট চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ পুলিস

জালনোট চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ পুলিস

Tag:  Fake note pedller arrest
জালনোট চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ পুলিসসিআইডির সহযোগিতায় অভিযান চালিয়ে জালনোট চক্রের এক বড় পাণ্ডাকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ পুলিস। ধৃতের নাম লুফতার হক। মালদার বৈষ্ণবনগর থানা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

পুলিস জানিয়েছে, লুফতার বাংলাদেশ থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় জালনোট পাচার করত। এক সময় দক্ষিণ ভারতে জালনোটের রমরমা এত বেড়ে যায়, যে চিন্তায় পড়ে যায় পুলিস। তদন্তে নেমে গোয়েন্দারা লুফতারের কথা জানতে পারেন। তারপর থেকেই দীর্ঘদিন ধরে তার সন্ধানে তল্লাসি চালাচ্ছিল পুলিস। শুক্রবার লুফতার হককে মালদা জেলা আদালতে তোলা হবে।

First Published: Friday, March 30, 2012, 14:22


comments powered by Disqus