Last Updated: November 16, 2013 21:41

বাজারে নুন রয়েছে। গুদামেও মজুত পর্যাপ্ত নুন। স্রেফ গুজবের কাঁধে ভর করে সেই নুনের চাহিদা ও দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। খোদ ব্যবসায়ী ও বিক্রেতাদের আশ্বাস। রাজ্য সরকারের অভয়বাণী। কোনও কিছুতেই বাগ মানছে না নুন-সঙ্কট। আলুর পর এবার নুনের ফাটকা। বিহারের গুজব কিষানগঞ্জ হয়ে শুক্রবারই ঢুকেছিল উত্তরবঙ্গে। শনিবার তা দক্ষিণবঙ্গমুখী। ফলে নুনের দোকানদার রাতারাতি ভিআইপি।
পোস্তা বাজার সূত্রে খবর, কলকাতার বিভিন্ন গুদামে এই মুহুর্তে মোট তিন লক্ষ বস্তা নুন মজুদ রয়েছে। আরও এক লক্ষ বস্তা নুন গুজরাট এবং অন্ধ্র থেকে পশ্চিমবঙ্গে আসার পথে। খোলা বাজারে যার দাম ৬ থেকে ৮ টাকা কেজি। পাইকারি বাজারে ৫ থেকে ৭ টাকা। অথচ আমজনতার আশঙ্কার কাঁধে ভর করে সেই নুনই শহরের কোথাও কোথাও ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে অভিযোগ।
কেন এই গুজব?
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অভয়বানী গুজব ছড়িয়ে নুনের কৃত্রিম অভাব তৈরির চেষ্টা বরদাস্ত করবে না রাজ্য সরকার। নুনের ফাটকাবাজির জন্য ইতিমধ্যেই আটক হয়েছেন ৩২ জন। গ্রেফতার ৮। তবু আশঙ্কার নুনেই এখন ফোকাস ক্রেতাদের।
First Published: Saturday, November 16, 2013, 21:41