পার্ক স্ট্রিটের ধর্ষিতা সুজেটের জাল ফেসবুক অ্যাকাউন্টে আপত্তিকর ছবি, বিবৃতি

পার্ক স্ট্রিটের ধর্ষিতা সুজেটের জাল ফেসবুক অ্যাকাউন্টে আপত্তিকর ছবি, বিবৃতি

পার্ক স্ট্রিটের ধর্ষিতা সুজেটের জাল ফেসবুক অ্যাকাউন্টে আপত্তিকর ছবি, বিবৃতিজাল ফেসুবক অ্যাকাউন্ট বানিয়ে তাঁর নামে কুত্‍সা প্রচার, মানহানির চেষ্টা চলছে বলে অভিযোগ জানালেন পার্ক স্ট্রিটের ধর্ষিতা সুজেট। বুধবার পুলিসের কাছে অভিযোগ জানান সুজেট।

ক দিন ধরেই সুজেটের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। তাতে আপত্তিকর বিভিন্ন ছবি, কমেন্ট, বিষয়বস্তু পোস্ট করা হয় বলে অভিযোগ।

পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা সুজেটের নামে এমন ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলল তা খুঁজে দেখা হচ্ছে।

First Published: Thursday, August 1, 2013, 11:33


comments powered by Disqus