কলকাতায় মিলল জাল সোনার বিস্কুট

কলকাতায় মিলল জাল সোনার বিস্কুট

কলকাতায় মিলল জাল সোনার বিস্কুটধনতেরাসের আগে কলকাতার বিভিন্ন গয়নার দোকানে  মিলেছে জাল সোনার বিস্কুট। তবে খালি চোখে  কিংবা কম্পিউটারে পরীক্ষার সময় কোনও অবস্থাতেই সেগুলি ধরা পড়েনি। বরং সোনার গুণগত মান পরীক্ষায় উত্‍‍রে যায় ওইসমস্ত সোনার বিস্কুট। এমনকি ওজনের ক্ষেত্রেও সেগুলি আসল সোনার সমানই। পরে স্বর্ণ শিল্পীরা সেগুলি কাটার পরই বিষয়টি বুঝতে পারেন। তখন দেখা যায় যে সবকটি বিস্কুটই জাল। বিস্কুটগুলির ভেতরে রয়েছে রুপো কিংবা অন্য কোনও ধাতু। উপরে রয়েছে সোনার পুরু চাদর বা কোটিং। বাড়িতে অসুস্থ তাই অর্থের প্রয়োজন, এই বলে বিস্কুটগুলি কলকাতার বিভিন্ন গয়নার দোকানে বিক্রি করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পরই বোঝা যায় যে এর পিছনে রয়েছে একটি চক্র। যারা এই জাল সোনার বিস্কুট তৈরি করে, বাজারে বিক্রি করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।  

First Published: Sunday, October 23, 2011, 17:00


comments powered by Disqus