ট্রেন ছাড়ার পর শেষ ফোনে কথা হয়

ট্রেন ছাড়ার পর শেষ ফোনে কথা হয়

ট্রেন ছাড়ার পর শেষ ফোনে কথা হয়পুরী বেড়াতে যাওয়ার জন্য রওনা হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল দুটি পরিবার। অরিজিত্‍ আদিত্য, তাঁর স্ত্রী ও শিশুসন্তান এবং পার্থ ভট্টাচার্য, তাঁর স্ত্রী ও সন্তানের কোনও খোঁজ মিলছে না।

দুটি পরিবারই শিলচরের বাসিন্দা। গতকাল তাঁরা হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য ট্রেন ধরেন। তখনই পরিবারের লোকজনের সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁদের। ট্রেনে ওঠার কথা জানানোর পর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ওই ছ`জনের। সকলের মোবাইল ফোন সুইচ অফ পাওয়া যাচ্ছে। পুলিসে অভিযোগ দায়ের হয়েছে।

First Published: Monday, November 5, 2012, 14:50


comments powered by Disqus