প্রিয়াঙ্কাকে সাবধান করলেন ফারহান

প্রিয়াঙ্কাকে সাবধান করলেন ফারহান

প্রিয়াঙ্কাকে সাবধান করলেন ফারহান ডন, অগ্নিপথ, জঞ্জির। একটাই কমন ফ্যাক্টর অমিতাভ বচ্চন। আর রিমেকে? সেখানেও তিনটির কমন ফ্যাক্টর একটাই। প্রিয়াঙ্কা চোপড়া। ডন, অগ্নিপথের পর এবার জঞ্জিরের রিমেক আসতে চলেছে বলিউডে। আর বিগ বি-র ছবির রিমেক মানেই যেন প্রিয়াঙ্কাকেই মনে ধরে পরিচালকদের। তবে তাই নিয়ে ব্যাপক শঙ্কায় ভুগছেন ফারহান আখাতার।

প্রিয়াঙ্কার জন্য ভেবে ভেবে তাঁকে টুইট করে ফেলেছেন ফারহান। ফারহানের সাবধান বানী, "প্রিয়াঙ্কা চোপড়া, তুমি কি বুধতে পারছো যে বিগ বি-র তৃতীয় রিমেকে কাজ করতে চলেছো? সাবধান থাকো। টাইপকাস্ট হয়ে যেও না যেন!"

১৮৭৩ সালে মুক্তি পাওয়া প্রকাশা মেহরার ছবি জঞ্জিরের রিমেক বানাচ্ছেন অপূর্ব লখিয়া। মালার চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা। বিজয় দক্ষিনী অভিনেতা রাম চরণ তেজা।
আপাতত হায়দরাবাদে শুটিং চলছে জঞ্জিরের।

First Published: Monday, November 19, 2012, 23:31


comments powered by Disqus