Last Updated: March 12, 2012 15:49

দেনার দায়ে রাজ্যে আত্মহত্যা করলেন আরও এক কৃষক। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্ধি পুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত কৃষকের নাম মিহির নস্কর। পরিবারের সদস্যদের দাবি, নিজের এক বিঘা জমিতে ধান চাষ করেছিলেন মিহির নস্কর। ফলন ভালো না-হওয়ায় ফসলের দাম ওঠেনি। ঋণ শোধের চাপ ছিল মাথার ওপর। সোমবার সকালে জমির কাছে গিয়ে কীটনাশক খান তিনি। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিস।
First Published: Monday, March 12, 2012, 15:49