নদিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন কৃষক

নদিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন কৃষক

নদিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন কৃষকবাড়িতে চড়াও হয়ে এক কৃষককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। গতরাতে নদিয়ার হোগলবেড়িয়ার কুমড়ি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কৃষকের নাম গোপাল দাস। তাঁকে করিমনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। হামলার পর এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গোপাল দাসের ভাই ও ভাইপোর পায়ে গুলি লাগে। তাদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সবজি চাষে লোকসান হওয়ায় সংসার চালাতে কেরালা চলে গিয়েছিলেন গোপাল দাস। সম্প্রতি বাড়ি ফেরেন তিনি। এই হামলার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিছুদিন আগে ওই গ্রামে গণপিটুনিতে মৃত্যু হয় এক বাংলাদেশি ডাকাতের। সেই ঘটনার জেরেই এই হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

First Published: Friday, October 19, 2012, 12:27


comments powered by Disqus