Last Updated: March 13, 2012 11:27

ঋণশোধ করতে না পারায় জমি নিলামের নোটিস দেওয়াকে কেন্দ্র করে তমলুকের সমবায় ব্যাঙ্ককর্তাকে মহাকরণে তলব করা হল। ডেকে পাঠানো হয়েছে তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্কের মুখ্য নির্বাহী আধিকারিক অরুণকুমার মিশ্রকে। সরকারকে হেয় করতেই ব্যাঙ্কটি ঋণগ্রস্ত কৃষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ দিয়েছে বলে গতকাল মহাকরণে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনাদায়ী ঋণের জন্য কৃষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে আগের সরকারের আইন বাতিল করার কথা জানান তিনি। যদিও, সংশ্লিষ্ট সমবায় ব্যাঙ্কটি তৃণমূল সদস্যরাই পরিচালনা করেন বলে জানিয়েছেন ব্যাঙ্কের চেয়ারম্যান তথা তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রধান।
First Published: Tuesday, March 13, 2012, 11:27