রাহুলকে কটাক্ষ, পদ হারালেন ফারুক আবদুল্লার ভাই, Farooq asks brother to quit as party spokesman

রাহুলকে কটাক্ষ, পদ হারালেন ফারুক আবদুল্লার ভাই

রাহুলকে কটাক্ষ, পদ হারালেন ফারুক আবদুল্লার ভাইরাহুল গান্ধীর নামে অবমাননাকর মন্তব্য করার দায়ে ফারুক আবদুল্লার কোপে পড়লেন তাঁর ভাই ড. মুস্তাফা কামাল। অবিলম্বে মুস্তাফাকে ন্যাশনাল কনফারেন্সের সহ সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন ফারুক। সম্প্রতি মিডিয়ার মুখোমুখি হয়ে মুস্তাফা বলেন, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সরকারের অস্তিত্ব আদৌ রাহুল গান্ধীর উপর নির্ভরশীল নয়। যদিও কাশ্মীরে কংগ্রেসের সমর্থনের জোরেই সরকার চালাচ্ছেন ফারুক-তনয় ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক নিজেও কেন্দ্রে ইউপিএ সরকারের মন্ত্রী। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি সইফুদ্দিন সোজ এবং এআইসিসি`র প্রবল চাপের মুখে স্বভাবতই প্রমাদ গোণেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেসকে তুষ্ট করতেই শেষ পর্যন্ত নিজের ভাইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন ফারুক আবদুল্লা।

First Published: Friday, November 11, 2011, 16:27


comments powered by Disqus